দেশজুড়ে

মাদক কারবারির শাস্তির দাবিতে বাড়ি ঘেরাও

পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

Advertisement

বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকার বাসিন্দা মোছা. রেখা খাতুন ও তার ছেলে হৃদয় হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ী রেখা খাতুনের বাড়ি ঘেরাও করে স্লোগান দেন।

অভিযুক্ত রেখা খাতুন ওই এলাকার মো. ভাদু প্রামাণিকের মেয়ে।

এলাকাবাসী জানান, রেখা খাতুন শুধু মাদক ও যৌন কারবারি নয়, এলাকার যুবকদের নানাভাবে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Advertisement

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, তিন বছর আগে বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন রেখা খাতুন। এখানে বাড়ি করার পর থেকেই তিনি প্রকাশ্যে মাদক ও অসামাজিক কাজ করছেন। তার ছেলে হৃদয় হোসেন বাড়িতে নিয়মিত মাদক সেবন করেন। এলাকার মেয়েদের নানানভাবে ইভটিজিং করেন তিনি। এলাকার লোকজন বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও সন্ত্রাসী দ্বারা হামলার হুমকি দেন।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মিনারুল বিশ্বাস বলেন, আমাদের এই গ্রামটি অত্যন্ত স্বনামধন্য একটি গ্রাম। বহিরাগত এই রেখা খাতুন ও তার পরিবার এখানে বসবাস করার পর থেকে গ্রামের মধ্যে নানারকম অপকর্ম শুরু করেছে। এতে এলাকার যুবকরা খারাপ পথে ধাবিত হচ্ছেন। আমরা এখান থেকে তার উচ্ছেদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করতে নেমেছি।

অভিযুক্ত রেখা খাতুন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে আসা হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

শেখ মহসীন/এফএ/এএসএম