রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি নওগাঁয় বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস