২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ছিল চমক, রেকর্ড এবং ঐতিহাসিক মুহূর্তে ভরপুর। যে বছরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, এ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি ও দলীয় সংগ্রহ এবং পাকিস্তান ওয়ানডেতে পেয়েছে ঈর্ষণীয় সাফল্য।
Advertisement
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ব্রিজটাউনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। এবারই প্রথম যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে উঠতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা; কিন্তু ফাইনালে গিয়ে আর শিরোপার দেখা পেলো না তারা।
বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রত্যাহার
Advertisement
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে অক্টোবরে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয় আইসিসি। পরিবর্তে আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ডের নারীরা।
ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় জয়
জানুয়ারিতে ব্রিজবেন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২১ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা। আর অস্ট্রেলিয়ার মাঠে জয় পায় তারা প্রায় ২৭ বছর পর।
নারী এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
Advertisement
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে রেকর্ড সাতবারের শিরোপাধারী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কার মেয়েরা।
২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় শ্রীলঙ্কার
আগস্টে দেশের মাঠে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ‘টাই’ হওয়ার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। ২৭ বছর পর ভারতের বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় লঙ্কানরা।
টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি
জুনে সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন এস্তোনিয়ার সাহিল চৌহান। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। তিনি ভেঙে দেন ২০১৩ আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
অক্টোবরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি।
ওয়ানডেতে সোনালি বছর পাকিস্তানের
২০২৪ সাল ওয়ানডেতে পাকিস্তানের জন্য ছিল সোনালি বছর। এ বছর ৫০ ওভারের ফরম্যাটে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে পাকিস্তান (৯ ম্যাচে ৭টিতেই জয়, ৭৭.৭৭ শতাংশ)।
নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই দশকের বেশি সময়ের অপেক্ষার অবসান হয় পাকিস্তানের। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় তারা।
২০২৪ সালে এসে প্রথমবার ওয়ানডেতে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের একমাত্র দল হিসেবে তাদের এই লজ্জায় ফেলে পাকিস্তান।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারত
ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে কখনো সিরিজয় জয় পায়নি নিউজিল্যান্ড। তবে, ২০২৪ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজ শুধু জয়ই করেনি নিউজিল্যান্ড, ভারতকে রীতিমত হোয়াইটওয়াশ করেছে। তিন বা এর বেশি টেস্টের সিরিজে ঘরের মাঠে এই প্রথম হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে ভারত। নিউজিল্যান্ডও রেকর্ড গড়েছিলো এবার। তারা এই প্রথম একই টেস্ট সিরিজে তিন ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে।
এমএমআর/আইএইচএস/