দেশজুড়ে

সড়কের পাশে পড়ে থাকা কার্টনে মিললো নবজাতকের মরদেহ

কুমিল্লার দেবিদ্বারের সড়কের পাশে কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১ জানুয়ারি) দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা হাফেজিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স একদিন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস