নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি বাতিল করা হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। সেই সঙ্গে অতিদ্রুত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদ্য সাবেক সদস্য সচিব কায়সার রিফাত বলেন, কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল যা মনে করেছে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
Advertisement
এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক ও কায়সার রিফাতকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।
এদিকে ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। যে কমিটিতে সভাপতি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন। সেই কমিটি বাতিলের পর এবার জেলা কৃষকদলের কমিটি বাতিল করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস
Advertisement