জাতীয়

আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য ঘোষণা

আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য ঘোষণা

ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

Advertisement

প্রধান উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবাখাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, দেশে রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনা করে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া রপ্তানির প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্যা ইয়ার অর্থাৎ বছরের সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়।

এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ বছর ফার্নিচার পণ্যকে সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়।

Advertisement

এমইউ/জেএইচ/এএসএম