জাতীয়

গভীর রাতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির বাসায় অভিযান

হাজার কোটি টাকা রয়েছে এমন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গভীর রাতে অভিযান চালানো হয় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাসায়।

Advertisement

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে র‍্যাবের একাধিক টিম পাঁচলাইশের সুগন্ধা আবাসিকে ১ নম্বর রোডের মাহবুবুল আলমের বাসা ঘিরে রাখে। এ সময় র‍্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র‍্যাব।

আরও পড়ুনরাজশাহীতে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার মেট্রোরেলের একক যাত্রার ৪ লাখ টিকিট আমদানি করছে ডিএমটিসিএল 

র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব গণমাধ্যমকে জানান, অভিযানটি মূলত র‌্যাবের ছিল না। অভিযানটি ছিল দুদকের। আমরা সহযোগী ফোর্স হিসেবে ছিলাম। দেড় ঘণ্টার অভিযানে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন।

Advertisement

তবে এ বিষয়ে জেলা প্রশাসনে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হোসেন জাগো নিউজকে বলেন, ‘র‌্যাব সহযোগিতা চাওয়ায় মাহবুবুল আলমের বাড়িতে দুদকের একটি টিম তাদের অভিযানে অংশ নিয়েছে। মূলত অভিযানটি ছিল র‌্যাবের। অভিযানে মাহবুবুল আলমের বাসায় কিছু পাওয়া যায়নি।’

এমডিআইএইচ/কেএসআর

Advertisement