চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজ এমভি আল বাখেরায় সাত নাবিককে হত্যার ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইফরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাত দিনের রিমান্ড শেষে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাখেরায় সাত জনকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়। এ ঘটনায় জুয়েল রানা নামের একজন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল।
এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর জাহাজের মালিকপক্ষ মাহাবুব মোর্শেদ বাদী হয় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে হাইমচর থানায় মামলা করেন। পরদিন বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ইফরানকে আটক করে র্যাব-১১ এর একটি টিম। একই দিন সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা হরিনা নৌফাঁড়ির ইনচার্জ আবুল কালাম ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
চাঁদপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি কোহিনুর বেগম বলেন, সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। আশা করি, এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার পাবো।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম