টঙ্গীর ইজতেমা ময়দানে মূলধারা তাবলিগ জামাত ও জুবায়েরপন্থি শূরায়ে নিজামের সমান অধিকার নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি।
Advertisement
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এবং তাবলিগ জামাতের এক পক্ষের ওপর করা বৈষম্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
দাবিগুলো হলো-
১. আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে।
Advertisement
২. আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদেরকে জাতীয় বেইমান হিসেবে ঘোষণা করতে হবে।
৪. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই-একজন (ধর্ম ও স্বরাষ্ট্র ) উপদেষ্টা বৈষম্য করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
৫. বাংলাদেশের সব নাগরিকের মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে।
Advertisement
৬. জুলাই-আগস্টের সব শহিদ পরিবারকে এক কোটি টাকা করে এবং আহত যোদ্ধাদেরকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে।
৭. জুলাই-আগস্টের সব আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জাতির সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে।
৮. জুলাই-আগস্টের সকল আহত যোদ্ধা এবং নিহতদের পরিবারের মধ্য থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে।
৯. কাকরাইল মসজিদের মূলধারা তাবলিগ জামাত ও জুবায়েরপন্থি শূরায়ে নিজামের জন্য সারা বছরের সময় ও জায়গা হিসেবে সমবণ্টন নিশ্চিত করতে হবে।
১০. টঙ্গীর ময়দানে মূলধারা তাবলিগ জামাত ও জুবায়েরপন্থি শূরায়ে নিজামের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
১১. মূলধারা তাবলিগ জামাত ও জুবায়েরপন্থি শূরায়ে নিজামের শীর্ষ মুরব্বিদের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করতে হবে।
১২. বিশ্ব ইজতেমায় পাঁচদিনের জোড় মূলধারা তাবলিগ জামাত ও জুবায়েরপন্থি শূরায়ে নিজামের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
১৩. ১৮ ডিসেম্বরের হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে দ্বীনদারকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে।
আরও পড়ুন
ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষ, নিহত ২ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ২৯ জনের নামে হত্যা মামলাসংগঠনের সমন্বয়ক শেখ মো. আশরাফুল ইসলাম বলেন, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভেতরে যদি আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হয়, তাহলে কঠিন আন্দোলনের ডাক দিব।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির সদস্য আল আমিন, মো. মাহিম প্রমুখ।
এসআরএস/এএমএ