চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানো, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন।
Advertisement
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলে। শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো- ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুটি হল নির্মাণ করতে হবে, ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন করতে হবে। আগামীকাল ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। এখানে প্রশাসন যদি ফি না কমিয়ে এক হাজার টাকাই রাখে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন ঘোষণা করবো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা অনেক কষ্ট করে আবেদন করে। এখানে এক হাজার টাকা আবেদন ফি কোনোভাবেই যৌক্তিক না।
শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী যেভাবে ভর্তি হই তাদেরও সেভাবে ভর্তি হতে হবে। কোনো ধরনের বৈষম্য মানা হবে না। যদি আমাদের দাবি না মানেন, ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করেছি আপনাদেরও বিদায় করবো।
Advertisement
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আহমেদ জুনাইদ/আরএইচ/এএসএম