পুলিশের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতাকর্মী।
Advertisement
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত সেটি মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ ডিসেম্বর চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমসহ যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে গত ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন জানান, মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দেন।
Advertisement
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম