প্রবাস

চীনে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

চীনের শেনজেন শহরে বসবাসরত বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) শেনজেন কেন্দ্রীয় পার্কে আলোচনা সভা, প্রীতিভোজ, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শতাধিক প্রবাসী ও চীনা নাগরিকের উপস্থিতিতে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রবাসী সাংবাদিক এসএম আল-আমিনের সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে বাৎসরিক বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শেনজেনের ব্যবসায়ী এসএম ইয়াসির আরাফাত হোসেন।

আরও পড়ুন:

স্বাগত ২০২৫: এক বছরের অন্তর্দৃষ্টি এবং নতুন বছরের প্রত্যাশা

এছাড়াও আলোচনা পর্বে বক্তব্য দেন শেনজেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জেমস মৃধা, জনি খান, মো. রুমান হোসেন, জাহিদ হাসান।

Advertisement

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাঙালি সংস্কৃতি চর্চায় ও নিজেদের সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্য আগামী দিনেও এমন অনুষ্ঠান আয়োজনের অংগীকার করেন।

আলোচনা সভা শেষে হাঁড়ি ভাঙা, দড়ি টানা, বালিশ খেলা ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির নেতারা।

এমআরএম/এমএস

Advertisement