দেশজুড়ে

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ থাকবে মাওয়ার সব রেস্তোরাঁ

থার্টি ফাস্ট নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাওয়ার সব রেস্তোরাঁ বন্ধ থাকবে। প্রয়োজনে পরদিন পরিস্থিতি দেখে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে উপজেলার শিমুলিয়া ও মাওয়া এলাকায় আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়।

Advertisement

ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত ১২টার পর শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। একই সঙ্গে পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পর চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

গত ২৭ ডিসেম্বর জেলার লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টি ফাস্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। ওই থার্টি ফাস্ট নাইট রাত ১২ টার পর শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি বলেন, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিমুলিয়া ঘাটের রেস্তোরাঁ ব্যবসায়ীদের হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম