লাইফস্টাইল

বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি

চিকেনের বাহারি পদে এখন ছোট-বড় সবাই মুগ্ধ। বিশেষ করে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন- চিকেন ফ্রাই, চিকেন বল, চিকেন উইংস ইত্যাদি অন্যতম। চিকেনের আরও একটি জনপ্রিয় পদ হলো বারবিকিউ বাফেলো উইংস।

Advertisement

বছরের এই শেষ দিন উদযাপনে, আপনি ঘরেই তৈরি করতে পারেন বারবিকিউ চিকেন উইংস। যারা ঘরেই বারবিকিউ চিকেন উইংসের স্বাদ নিতে চান তারা খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার এই পদ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিকেন উইংস আধা কেজি২. আদা বাটা ২ টেবিল চামচ৩. রসুন বাটা ২ চা চামচ৪. সয়া সস ১ টেবিল চামচ৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ৬. আধা কাপ মসলার মিশ্রণ৭. তেল সামান্য৮. ডিম ১টি৯. তিলের তেল ২ টেবিল চামচ১০. বারবিকিউ সস এক কাপ১১. মধু আধা কাপ১২. লেবুর রস ২ চা চামচ ও১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ।

Advertisement

আরও পড়ুন

হাতে তীব্র যন্ত্রণা-অসাড়ভাব কঠিন রোগের লক্ষণ নয় তো? শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?

পদ্ধতি

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

Advertisement

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন। সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস।

জেএমএস/এমএস