ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি শোবিজের জন্য বড় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট আয়োজন করবে। এই ঘোষণা বলিউডেও বেশ সাড়া পড়েছে। অনেক তারকা বিষয়টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলিউড বাদশাহ শাহরুখ খানও রয়েছেন সেই তালিকায়।
Advertisement
তিনি সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে মোদির ঘোষণাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি সম্মেলনটির সম্ভাবনা এবং এটি ভারতের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট খাতকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন এ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন নওশাবা অহনা এখন সৌদি আরবেশাহরুখ খান তার পোস্টে লিখেছেন, ‘আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ‘ডব্লিউএভিইএস’ সম্মেলনের জন্য। এটি প্রথমবারের মতো আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি এমন একটি আয়োজন যা আমাদের শিল্পকে উদযাপন করবে এবং ভারতীয় অর্থনীতিতে এর অবদান রাখবে। সেইসঙ্গে বিনোদনের আঙিনায় একটি পাওয়ারফুল দেশ হিসেবেও আমাদের স্বীকৃতি দেবে। সর্বোপরি এটি এমন একটি মঞ্চ যা সৃজনশীলতা ও উদ্ভাবনাকে উৎসাহিত করবে।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি তার ১১৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই সম্মেলনের ঘোষণা করেন। তিনি সেখানে বলেন, ‘আগামী বছরের ৫-৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট আমাদের দেশে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মিডিয়া ও এন্টারটেইনমেন্ট শিল্পের বড় বড় ব্যক্তিত্ব এবং সৃজনশীল জগতের মানুষরা ভারতের আসবেন। এটি ভারতের কনটেন্ট ক্রিয়েশন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
Advertisement
প্রধানমন্ত্রী মোদি তরুণ সৃজনশীলদেরও এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান, যা ভারতের উদ্ভাবন এবং প্রতিভা উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়।
এলআইএ/জিকেএস