কবিতা জনরা
Advertisement
হারুকি মুরাকামি জানালেন তাঁরএত পাঠকের প্রয়োজন নেইএতে হুমায়ূন আহমেদ রাগ করলেনএবং হারুকিকে বললেন—আপনার আরও পাঠকের প্রয়োজন;
এ কথা শুনে রুপি কৌর তোঅট্টহাসি হাসতে লাগলেন এবংচায়ের কাপে ভেজানো বিস্কুটেরএকটি টুকরো পড়ে গেল কাপেরভেতরে
এই মুহূর্তে মনে হলো যেনজীবনানন্দ দাশ পড়ে গেলেনট্রামের নিচে এবং
Advertisement
আমি এসব তাকিয়ে দেখছি আরমির্জা গালিবকে জিজ্ঞাসা করলাম,কিছু বুঝলেন? গালিব উত্তর দিলেন,ওসব ছাড়ুন। আমি আপাততআপনার কবিতা পড়তে চাই মাহদী!
**
রাত দশটার পর
রাত দশটার পরবালিশে মাথা রাখলেইটের পাই'আব্বার থেকে আম্মা পেলেনকেবল চুতমারানি গালিটা'অসীম বাহাদুরের লেখা এইকবিতার লাইন—
Advertisement
যেন প্রত্যেক মায়ের কাছেইআজকাল প্রিয় কবি হয়ে উঠেছেঅসীম বাহাদুর!
অথচ ডার্লিং,তোমার কাছে আমি যেনপরিচিত হয়ে উঠতেছিআব্বার চরিত্র নিয়া—তোমারেও একদিন‘চুতমারানি’ বলে গালি দেবএটা ভেবেই বসে আছোপ্রেমের তিন মাস তেরো দিন।
**
প্রচ্ছদ মিস্ত্রি
ধ্রুব এষ কিংবা রাজীব দত্ততারা কেউই প্রচ্ছদ আঁকতে জানেন নাএই কথা শোনার পরকবি মহল আমারে গালি দিতে লাগলোবেগম পাড়ার ভাষায়
প্রচ্ছদ শিল্পীরা চূড়ান্ত সিদ্ধান্ত নিলোতারা কেউ আর আমাকেনতুন বইয়ের জন্য করে দিবেন না প্রচ্ছদ
বিভিন্ন প্রকাশনী, পত্র-পত্রিকাপ্রতিবেদনে জানায়ে দিলোআমার কবিতা তারা ছাপাবে না আর
রেডিও, টেলিভিশনে আমারে নিয়াকত যে করলো তিরস্কার; এরপরবাংলা একাডেমি ফিরায়ে নিলোআমার কবিতা সমগ্র প্রকাশ করারচূড়ান্ত সিদ্ধান্ত—
অথচ ধ্রুব এষ এবং রাজীব দত্ততারা প্রচ্ছদ আঁকতে জানেন নাএ কথা সঠিক প্রমাণিত হয়েছে
যখন আমার প্রেমিকা—তার চলে যাওয়ার মাধ্যমে এঁকে ফেললপ্রেমে বিচ্ছেদের একটা শ্রেষ্ঠ প্রচ্ছদ!
**
বুদ্ধিজীবীদের স্মরণে
এই সন্ধ্যা চলে গেছেতোমার বাড়ির উঠোন অবধিতুমি এখন যেখানে দাঁড়িয়ে আছোগল্প করছো জোনাকির সাথেসেখানে চলে গিয়েছেএই সন্ধ্যার জোছনাও ১৪ ডিসেম্বর—
এই শীতের ভিজে থাকা মুহূর্তেরস্রোত নেমে আসে তোমার রক্তেরপদ্মায় আর তুমি ডুবে আছোমাতৃভূমির গর্ভে;
আমার এই সন্ধ্যা, ১৪ ডিসেম্বরআর শীতের মুহূর্ত চলে গেছেতোমার দিকে, তোমাদের দিকে।
**
আব্বা-আম্মার সঙ্গে একদিন
আব্বা অনেক দিন হয়কপালে চুমু খাননি;এ জন্য তার আফসোস হয়জানি। তেমনি আম্মাওআমারে জড়ায়ে ধরেআদর করতে চাইলেওপারতেছেন না;মাথায় হাত বুলায়েবলতে পারতেছেন নাএতো ডিপ্রেশন কিসের?
অথচ আমার ডিপ্রেশন হলোআমার মৃত্যুর পরআমার লাশের শরীরে আব্বাকয়টা চুমু খাবেআর আমার কবর জড়ায়ে ধরেআম্মা কতো বার বলবেতোর কিসের এত ডিপ্রেশনও খোকা...!
এসইউ/জিকেএস