অনেকেরই ইউটিউবে চ্যানেল রয়েছে। বিভিন্ন ধরনের কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন এই প্ল্যাটফর্ম থেকে। শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব। তবে ইউটিউবের চ্যানেল পরিচালনা করতে প্ল্যাটফর্মের নানান বিধি নিষেধ মেনে চলতে হয়। তা নাহলে হারাতে হতে পারে চ্যানেলটি।
Advertisement
এবার সেই চ্যানেল মালিক বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নির্দেশনা এনেছে ইউটিউব। কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় বেশি ভিউয়ের আশায় চমকপ্রদ থাম্বনেইল দেয়। যার সঙ্গে কন্টেন্টের কোনো মিলই থাকে না। এমন সব ভিডিও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এই সব কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামা হবে। কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। ফলে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন।
এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নয়া পলিসি নিয়ে আসবে ইউটিউব। এর পর এই সব বিভ্রান্তিকর সমস্ত কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।
Advertisement
ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যার্টফর্ম হিসেবে তুলে ধরাই উদ্দেশ্য। যাতে ব্যবহারকারীরা এখানে কোনো ভুয়া ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কড়া নজর রাখবে ইউটিউব।
কিছু কনটেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য শুধু ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা। বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি ঘটে। এক্ষেত্রে নতুন পলিসি চালু করে এই সব কনটেন্ট ইউটিউব প্ল্যার্টফর্ম থেকে মুছে দেওয়া হবে।
আরও পড়ুন ইউটিউবে এখন আয় হবে বেশি, এলো নতুন ফিচার ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, কী কাজে লাগবে?সূত্র: ইন্ডিয়া টুডে
কেএসকে/জিকেএস
Advertisement