বিনোদন

ভিন্ন গল্পের জুটি ইরফান-বৃষ্টি

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে তারা বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এই জুটির নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইরফান-বৃষ্টি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘প্রেমেতে বাধিবো’ নামের নতুন একটি একক নাটকে।

Advertisement

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

বছরের প্রথম নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্ন গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। নতুন বছরের প্রথম কাজটি আশা করছি, সবার ভালো লাগবে।’

পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করছি। এই কাজটিও তার ব্যতিক্রম হয়নি। রোমান্টিক গল্পের প্রতি দর্শকদের অন্যরকম ভালো লাগা আছে। নতুন বছরে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে এসেছি দর্শকদের জন্য। আশা করছি, নতুন বছরের প্রথম কাজটি সকলের পছন্দ হবে।’

Advertisement

আরও পড়ুন বর্ষসেরা বলাই যায় ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজকে  অহনা এখন সৌদি আরবে 

‘প্রেমেতে বাধিবো’ নাটকটি নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৩টায় ফিল্ম ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শশী আফরোজা, তানজিম হাসান অনিক প্রমুখ।

এমআই/এলআইএ/জিকেএস