যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর হাসপাতালে বাবা ইখলাসের (৪৫) মৃত্যু হয়।
Advertisement
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা ইখলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এসময় পরিবারের সদস্যরা ইখলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
মিলন রহমান/এফএ/জেআইএম
Advertisement