বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে একের পর এক শিশুঅবরুদ্ধ গাজা উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আল-আকসা শহীদ হাসপাতালে এক মাস বয়সের শিশু আলী আল-বাত্রান মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শীতই তার মৃত্যুর কারণ।
নেতানিয়াহু হাসপাতালেহাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার তার প্রস্টেট অপসারণের অস্ত্রপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্ত্রপচার সফল হয়েছে এবং তিনি ভালো আছেন।
ইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়ইসরায়েলের বীর ইয়াকভ শহরের একটি নির্মাণ সাইটে কাজ করছেন রাজু নিশাদ। সুরক্ষা বেল্ট, হেলমেট ও বুট পরে তিনি বিল্ডিংয়ের একটি অংশ তৈরি করছেন। নিশাদের মতো আরও অনেক ভারতীয় শ্রমিক এখন ইসরায়েলের নির্মাণ খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।
Advertisement
কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব, ২০০ ট্রেন বাতিলদাবি মানেনি কেন্দ্র। এমনকি, আলোচনাতেও বসেনি। নিজেদের দাবিদাওয়া নিয়ে তাই পাঞ্জাবে অবরোধ ডেকেছিলেন কৃষকরা। সোমবার (৩০ ডিসেম্বর) সেই অবরোধের প্রভাব পড়লো রাজ্যটির বিভিন্ন জায়গায়। এমনকি, কৃষকদের বিক্ষোভের কারণে ২২১টি ট্রেন বাতিল করা হয়েছে। অবরুদ্ধ রাস্তাঘাটও।
ভারতে ৪৬ বাংলাদেশি আটকভারতের রাজধানী দিল্লি থেকে ৪৬ জন বাংলাদেশি আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এরই মধ্যে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের অভিবাসীবিষয়ক সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি জর্জিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতের খাদ্য সংকট যেভাবে সমৃদ্ধ করেছিল আমেরিকার গ্রন্থাগারগুলো১৯৫০ ও ১৯৬০-এর দশকের খাদ্য সংকটের সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা একটি চুক্তি আজ দক্ষিণ এশীয় সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডারে পরিণত হয়েছে মার্কিন গ্রন্থাগারগুলো। এর মধ্যে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রেজেনস্টাইন গ্রন্থাগারেই রয়েছে দক্ষিণ এশিয়া সম্পর্কিত আট লাখেরও বেশি বই। এই সংগ্রহের সৃষ্টি হয়েছিল ১৯৫৪ সালে পাবলিক ল (পিএল) ৪৮০-এর অধীনে চালু হওয়া ‘ফুড ফর পিস’ কর্মসূচির মাধ্যমে।
Advertisement
সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত ১১সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। দামেস্ক থেকে ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত বাণিজ্যিক এলাকা আদ্রায় ওই দুর্ঘটনা ঘটেছে।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণাঞ্চলীয় সিদামা রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে ওই রাজ্যের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল)।
কেএএ/এএসএম