দেশজুড়ে

ফেনীতে সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ

ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। ফেনী বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এ নির্দেশ দেন।

Advertisement

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, শহরের বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে অনেকগুলো এলইডি স্ক্রিন বসানো রয়েছে। এসব স্ক্রিন ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন:

এবার মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’

এরআগে, দুপুরের পর ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর শত শত জনতা একত্রিত হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে।

Advertisement

তার আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মিজান রোডের মাথায় স্থাপিত ইসলামি ভাস্কর্যের স্ক্রিনে ভারতীয় বিজ্ঞাপন প্রচার হলে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস