গণমাধ্যম

তরুণ আলোকচিত্রী পেলেন পুরস্কার

‘অগভীর শূন্যে’ শিরোনামে ২০২৩ সালে ছবির একটি সিরিজ প্রকাশ করেছিলেন তরুণ আলোকচিত্রী সৈয়দ অন্তু। ছবিগুলোর জন্য বছরের সেরা আলোকচিত্রী হিসেবে পুরস্কার জিতলেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয় ১৩তম ‘ফটোফি ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার।

Advertisement

আজ (৩০ ডিসেম্বর) সোমবার বিকেলে রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজন করা হয় ফটোফির পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন বরেণ্য আলোকচিত্রী শফিকুল আলম কিরণ, আলোকচিত্রী ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল হক অমি, আলোকচিত্রী মোহাম্মদ রকিবুল হাসান, পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউটের আলোকচিত্র বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।

অন্তুর অগভীর শূন্যে সিরিজের ছবি

জ্ঞানভিত্তিক ডিজিটাল মাধ্যম ঢাকা অপেরা নিবেদিত এই আয়োজনে সহযোগী ছিল ফটোগ্রাফি ও চলচ্চিত্রভিত্তিক প্রতিষ্ঠান এজেন্সি পার্সপেক্টিভ। পুরস্কার হিসেবে সৈয়দ অন্তুর হাতে তুলে দেওয়া হয় নগদ ২০ হাজার টাকা, সনদ ও স্মারক। অতিথি শফিকুল আলম কিরণ বলেন, ‘প্রত্যাশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক। বিগত বছরগুলোর তুলনায় অন্তুর কাজটি একেবারেই ভিন্ন। আশা করি, তার আরো নতুন নতুন কাজ আমরা দেখতে পাবো।’ সাইফুল হক অমি বলেন, ‘ফটোফিকে ধন্যবাদ, তারা বরাবরই আড়ালে থাকা আলোকচিত্রীদের পুরস্কৃত করে। অন্তুর কাজটি ভিন্ন। তার জন্য শুভ কামনা।’

Advertisement

আলোকচিত্রী সৈয়দ অন্তুর জন্ম ১৯৮৯ সনে, ঢাকায়। ২০১৬ সনে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে মিডিয়া, কমিউনিকেশন, ফিল্ম ও টেলিভিশন বিভাগ থেকে স্নাতকোত্তর পাট শেষ করেছেন। ক্যামেরার সঙ্গে তার বোঝাপড়ার শুরু ২০১২ সন থেকে। ২০১৯ সনে ‘ওপেন স্কুল অব ফটোগ্রাফি’ থেকে ছয় মাসের ডকুমেন্টারি ফটোগ্রাফি কোর্স করেন। বর্তমানে ‘কাউন্টার ফটো’তে ফটোগ্রাফিতে পোস্ট-গ্রাজুয়েশন ডিপ্লোমা করছেন। নানা সামাজিক বিষয় তার ফটোগ্রাফির উপজীব্য। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ওপর দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি ২০১৬ সনে ‘ওয়ার্ক্যাবিলিটি এশিয়া’ আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছেন। প্রযৌক্তিক  যুগে মানুষ থেকে মানুষের বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত শূন্যতার প্রতীকী রূপ ফুটে উঠেছে তার ‘অগভীর শূন্যে’ শিরোনামের সিরিজ আলোকচিত্রকর্মে।

অন্তুর অগভীর শূন্যে সিরিজের ছবি

আগে এই পুরস্কার যারা পেয়েছেন, তারা হলেন এসএ শাহরিয়ার রিপন (২০১১), কামরুজ্জামান (২০১২), মুনেম ওয়াসিফ (২০১৩), প্রীত রেজা (২০১৪), কেএম আসাদ (২০১৫), জয় কে রায় চৌধুরী (২০১৬), সুমন ইউসুফ (২০১৭), ফরিদা আলম (২০১৮), সালাহউদ্দিন আহমেদ পলাশ (২০১৯), রিয়াদ আবেদিন (২০২০), ইমন মোস্তাক আহমেদ (২০২১) ও মনন মুনতাকা (২০২২)।

অন্তুর অগভীর শূন্যে সিরিজের ছবি

Advertisement

‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’ ঢাকাভিত্তিক ফাইন-আর্ট ফটোগ্রাফিবিষয়ক সংগঠন। অলাভজনক এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর দেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলোকচিত্রীকে ‘ফটোফি ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ (বর্ষসেরা আলোকচিত্রী) পুরস্কার দেওয়া হয়।

আরএমডি