থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনারোধে বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্তস্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
Advertisement
সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে।
রিটে খ্রিস্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসাবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন থার্টি ফার্স্টের ফানুস যেন না হয় মৃত্যুর কারণরিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, রিটে থার্টি ফার্স্ট উপলক্ষে তীব্র শব্দে কোনো অনুষ্ঠান না করা, বাসাবাড়ির ছাদে আতশবাজি-পটকা না ফাটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে।
Advertisement
এছাড়া রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম নিষিদ্ধ এবং আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
একই সঙ্গে রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এফএইচ/বিএ/এএসএম
Advertisement