বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই কথা জানান।
Advertisement
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টে তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
এছাড়া চীনের রাষ্ট্রদূত সম্প্রতি দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।
আরও পড়ুন বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর: প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতায় আলাদা সচিবালয় করা জরুরি: প্রধান বিচারপতিতিনি দুই দেশের বিচার ব্যবস্থায় পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরিতে উভয় দেশের বিচারকদের সমন্বয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়কে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান।
Advertisement
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় চীনের বাংলাদেশকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার বিষয়েও প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদেকে অবহিত করেন চীনের রাষ্ট্রদূত। তিনি আরও জানান, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে যে আকস্মিক বন্যার প্রাদুর্ভাব ঘটেছিল, তা মোকাবিলায় চীন বাংলাদেশকে সহায়তা প্রদান করেছে। পারস্পরিক সুসম্পর্কের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি চীনের রাষ্ট্রদূতকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকেই বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর রয়েছে।
এফএইচ/এএমএ/এএসএম
Advertisement