প্রতিনিয়ত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। নামিদামি বাইক সংস্থাগুলোও তাই একের পর এক বৈদ্যুতিক বাইক-স্কুটার আনছে বাজারে। এবার বাজাজ নিয়ে এলো আরও একটি বৈদ্যুতিক স্কুটার।
Advertisement
নতুন বাজাজ চেতক ৩৫ সিরিজে আরও বেশি জায়গা পাবেন ক্রেতারা। এখানে আপনি ৩৫ লিটারের বুট স্পেস রয়েছে বদল হয়েছে ব্যাটারির জায়গার। এতে ৪ কিলোওয়াটের ম্যাগনেট মোটর দিয়েছে কোম্পানি। যার টপ স্পিড ৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। এখান ৩.৫ ওয়াটের ব্যাটারি প্য়াক দিচ্ছে কোম্পানি। যা আগের থেকে অনেক বেশি হাল্কা। নতুন চেতরে ১৫৩ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করছে বাজাজ।
স্কুটারের টপ এন্ড মডেল ৩৫০১-এ একটি বড় টিএফটি স্ক্রিন পাবেন। যাতে মিউজিক কন্ট্রোল, জিও ফেন্সিং, ইনট্রিগে়টেড ম্যাপ ছাড়াও আরও অনেক নিয়ন্ত্রণ রয়েছে। আগের মতোই রাখা হয়েছে দু-চাকার চাবি। তবে হেড লাইটের ক্ষেত্র কিছুটা বদল করা হয়েছে। বদল হয়েছে টার্ন ইন্ডিকেটরেও। তাই অনেকটাই আলাদা দেখতে এই ইলেকট্রিক স্কুটার।
তবে আগের আদল বদলায়নি কোম্পানি। নতুন চেতকে ৮০ এএমএম বেশি হুইলবেস দেওয়া হয়েছে। যে কারণে ইভির ফুটবোর্ডের জায়গা বেড়েছে। নতুন চেতকে ৯৫০ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। যা ০-৮০ শতাংশ চার্জ হতে তিন ঘণ্টা সময় নেয়।
Advertisement
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দাম ভারতীয় বাজারে রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার রুপি। তবে এটি কোম্পানির মিডরেঞ্জ ভেরিয়েন্টের দাম। পাশাপাশি এর টপ এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার রুপি। বাংলাদেশের বাজারে এই বৈদ্যুতিক স্কুটার কবে আসবে তা জানা যায়নি।
আরও পড়ুন নতুন বাইক আনলো টিভিএস এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইকসূত্র: হিন্দুস্থান অটো
কেএসকে/এএসএম
Advertisement