দেশজুড়ে

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকানির জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকানির জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে এক দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দেন।

Advertisement

ভ্রাম্যমাণে আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী বাবুল খন্দকারকে চার হাজার টাকা অর্ধদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, পৌরসভার প্রকৌশলী মুন্নুর আহমেদ, হিসাবরক্ষক দুলাল মোড়ল, বেঞ্চ সহকারী আলামিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আব্দুর রহমান আরমান/আরএইচ/এএসএম