খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নগরীর তারের পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
আরিফুর রহমান/এসআর/এমএস