দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। বর্তমানে তারা ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ম্যাগাজিনসহ এসএম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

Advertisement