জাতীয়

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

জানুয়ারির ২০ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

সোমবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, আগামী বছরের ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করা হবে। এছাড়া জানুয়ারির ৫ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আমরা আশা করছি পঁচিশ সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এ কার্যক্রম শুরু করতে পারবো। প্রস্তুতি সম্পূর্ণ করেছি। ৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারবো। যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের জনবল, যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তাদের প্রশিক্ষণ দেবেন।

Advertisement

আরও পড়ুন ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি, জরুরি এনআইডি সংশোধনের অনুরোধ 

তিনি বলেন, আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর তা আমরা জনগণকে দেখার জন্য উন্মুক্ত করে দেবো। সেখান থেকে যদি কেউ বাদ পড়েন তাহলে তাদের দাবি-আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এ কাজ আমরা প্রতি বছরই করে থাকি। একে আমরা চব্বিশের হালনাগাদ ও পঁচিশের ভোটার তালিকা হিসেবে গণ্য করবো।

তিনি বলেন, এর বাইরে যদি কেউ বাদ পড়ে তাহলে আগামী আরও এক বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটারতালিকা হালনাগাদ করবো।

বয়সের বিষয়ে তিনি বলেন, ছাব্বিশ সালের পহেলা জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে তাদের তথ্য আমরা সংগ্রহ করবো। যাদের আমরা ২০২৬ সালের ভোটারতালিকায় অন্তর্ভুক্ত করবো। তবে তারা পঁচিশ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না।

এমওএস/এমএইচআর/জিকেএস

Advertisement