বছরের শেষ দিন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে নানান আয়োজন করা হয়। অনেক দেশে এই সংস্কৃতি বহুকাল ধরে চলে আসছে। বাংলাদেশের মানুষও এই আয়োজন অনুসরণ করেন। তবে কিছু সতর্কতা ও নিয়ম না মানায় ফানুসের আগুনও হয়ে উঠতে পারে মানুষের মৃত্যুর কারণ।
Advertisement
উৎসবপ্রিয় বাঙালির উদযাপনে যুক্ত হয়েছে আতশবাজি, পটকা, ফানুস। আনন্দ-আয়োজন বাড়িয়ে দিলেও এ যেন মৃত্যুফাঁদ পেতে রাখে। বিগত দিনে ফানুসের আগুন ঘরবাড়িতে লাগার ঘটনা খবরের শিরোনাম হতে দেখা গেছে। শুধু ২০২৩ সালের শুরুতেই আতশবাজি পোড়ানো বা ফানুস ওড়ানোর অগ্নিকাণ্ডে গত বছর আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল।
এমনকি গত বছর ফানুসের আগুনে নতুন চালু হওয়া মেট্রোরেলও ক্ষতিগ্রস্ত হয়। ফলে সকালে ট্রেন চালু হতে দুই ঘণ্টা বিলম্ব হয়। ২০২২ সালের থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস থেকে প্রায় একশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেসব অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি হয় নতুন বছরের শুরুতেই।
২০২১ সালের প্রথম প্রহরে আতশবাজি ও ফানুস থেকে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছিল। আতশবাজির উচ্চ শব্দে তানজিম উমায়ের মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়েছিল।
Advertisement
২০২০ সালে একই রকম ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডে প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি হয়।
যদিও প্রতি বছরই ‘থার্টি ফার্স্ট নাইট’ সামনে রেখে ঢাকায় সব ধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো আগেই নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারপরও মানুষ যেন এসব নিষেধাজ্ঞার তোয়াক্কাই করে না। আপনার আনন্দের বহিঃপ্রকাশ ফানুস যে হতে পারে কারো মৃত্যুর কারণ, জেনেও তা না জানার ভান করছেন অনেকে।
একজন সচেনত নাগরিক হিসেবে সবার উচিত, অন্যের জানমালের নিরাপত্তার কথা মাথায় রাখা। মাথায় রাখা দরকার যে, যেসব দেশে ফানুস ওড়ানোর প্রচলন আছে, সেসব দেশ আমাদের মতো বৈদ্যুতিক তারের উন্মুক্ত জঙ্গল নয়।
ফানুসের ইতিহাস‘আকাশ লণ্ঠন’ বা ফানুস একটি চীনা শব্দ। একে ‘আকাশ মোমবাতি’ বা ‘অগ্নি বেলুন’ নামেও উল্লেখ করা হয়। আর বৌদ্ধ পরিভাষায় এর নাম হলো, ‘আকাশ-প্রদীপ’।
Advertisement
লোককথায় রয়েছে গৌতম বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ জাগতিক সব দুঃখ থেকে মুক্তি লাভের আশায় রাজ্য, রাজত্ব, ভোগ-বিলাস, ধনকুম্ভ সব ত্যাগ করে সংসার পরিত্যাগ করেন শুভ আষাঢ়ি পূর্ণিমা তিথিতে। রাজ-আবরণ ছন্দককে বুঝিয়ে দিয়ে তিনি সন্ন্যাস-ব্রত গ্রহণ করার পর ভাবলেন, ‘আমি এখন সন্ন্যাসী, রাজকীয় বাহারি চুল আমার কি প্রয়োজন?’
যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে ধাঁরালো তরবারি দিয়ে চুলের গোছা কেটে মনে মনে সংকল্প করেন, ‘যদি বুদ্ধ হওয়ার মতো সব গুণ আমার মধ্যে থাকে, তাহলে ঊর্ধ্বদিকে নিক্ষিপ্ত চুলের গোছা মাটিতে না পড়ে আকাশে স্থিত থাকুক।’ এই সংকল্প করে তিনি চুলের গোছা ওপরের দিকে নিক্ষেপ করেন। আশ্চর্যজনকভাবে একটি চুলও মাটিতে পড়ল না।
বৌদ্ধধর্ম মতে, স্বর্গের ইন্দ্ররাজা চুলগুলো হীরা, মণি, মানিক্যখচিত স্বর্ণপাত্রে ধারণ করে তাবতিংস স্বর্গে কেশ-ধাতু স্থাপন করে একটি চৈত্য নির্মাণ করেন এবং এই চৈত্যের নাম রাখা হয় ‘চুলামনি চৈত্য’। স্বর্গের দেবতারা এখনও এর পূজা করেন।
কিন্তু পৃথিবীর বুদ্ধভক্ত পূজারীরা তো আর পূজার জন্য স্বর্গে যেতে পারেন না। তাই তারা পরম শ্রদ্ধায় কাগজের ফানুস তৈরি করে একটি বিশেষ দিনে ধর্মীয় রীতি মেনে চুলামনি চৈত্যকে পূজার উদ্দেশে আকাশ-প্রদীপ হিসেবে ফানুস উড়িয়ে থাকেন।
ধর্মীয় গাথা বা মন্ত্র পাঠ করে খালি পায়ে বৌদ্ধরা ফানুস উড়িয়ে দেন। মন্ত্রপাঠের মাধ্যমে সাধু-ধ্বনির সুরে সুরে ফানুস উড়ানো হয়। আষাঢ়ি পূর্ণিমাতে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক সময় ফানুস ওড়ানোর পরিবেশ এবং সুযোগ কোনোটিই থাকে না। তাই প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমায় ফানুস ওড়ানো হয়। তবে এখন যে কোনো আনন্দ আয়োজনেই ফানুস ওড়ান সবাই। থার্টি ফার্স্টের রাতে বাংলাদেশের আকাশ ছেয়ে যায় ফানুসে, যা বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন ২০২৪ সালে নারীদের যত গিনেস রেকর্ড আবার দেখা যদি হলো, প্রাণের মাঝে আয়কেএসকে/জিকেএস