ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা সংলগ্ন মেট্রোরেলের পিলারে স্বৈরাচার হাসিনার গ্রাফিতি (ঘৃণা স্তম্ভ) মুছে ফেলার প্রতিবাদে একই জায়গায় ফের নতুন করে আগের মুখাবয়ব এঁকে তাতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
Advertisement
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুনরায় জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
আরও পড়ুন হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা, রুখে দিলেন শিক্ষার্থীরাএ সময় শিক্ষার্থীরা জুতার মালা বানিয়ে ঘৃণা স্তম্ভে পরিয়ে দেয়। শিক্ষার্থীরা নিজ থেকে জুতা নিক্ষেপ করতে থাকে। পাশাপাশি হাসিনা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
গত শনিবার গভীর রাতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত শেখ হাসিনার ঘৃণা স্তম্ভটি মুছে ফেলার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের বাঁধার মুখে সেটি পণ্ড হয়ে গেলেও একটি অংশ মুছে ফেলা হয়। পরে সেখানে চারুকলার শিক্ষার্থীরা নতুন একটি ব্যঙ্গচিত্র আঁকলে সেটি আগের মতো না হওয়ায় তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রোববার রাতে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুনরায় ছবি অঙ্কন করেন।
Advertisement
এমএইচএ/এমআরএম/জিকেএস