চট্টগ্রামের রাউজানে নুরুল ইসলাম নুরু নামের এক ব্যক্তিকে অপহরণের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শনিবার দিবাগত রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
এর আগে শনিবার সন্ধ্যায় রাউজান থানাধীন অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। পরিবারের অভিযোগ, রাউজানের স্থানীয় সন্ত্রাসী মো. জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকু ও মোজাহার আলমসহ অপহরণকারীরা ৬ থেকে ৮টি মোটরসাইকেলে করে এসে নুরুকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার কাছে ২০ লাখ টাকা চাদাঁ দাবি করা হয়। পরে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নিয়ে মারধর করে ছেড়ে দেয়।
অপহরণের শিকার নুরুল ইসলাম চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের বড় ভাই।
নুরুল ইসলাম নুরু জানান, অপহরণকারীরা তাকে জোর করে হাফিজুর রহমান মাজার এলাকা থেকে একটি মোটরসাইকেলে তুলে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর মারধর করে পকেটে থাকা ১৩ হাজার টাকা নিয়ে যায়। তার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পর প্রায় তিন ঘন্টা পর অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
এ ব্যাপারে রাউজান থানার ওসি এ কে এম শফিকুল আলম জাগো নিউজকে বলেন, এ ধরনের একটি ঘটনার বিষয়ে শুনেছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমডিআইএইচ/এসএনআর/জেআইএম