রাজনীতি

বিএনপি নেতা আসলামকে খুঁজছে পুলিশ

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীকে খুঁজছে পুলিশ। তাকে পেলেই গ্রেফতার করা হবে। রোববার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার  ইকবাল বাহার এ কথা জানান। বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।সিএমপি কমিশনার বলেন, সরকার উৎখাতের লক্ষ্যে আসলাম চৌধুরী ভারতে বসে ইসরাইলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র সঙ্গে বৈঠক করেছেন। এর বেশকিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। আমরা এব্যাপারে আরো অনুসন্ধান করছি। ইতোমধ্যে আসলামসহ আরো কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থল, নৌ ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়া হয়েছে।উল্লেখ্য, বিএনপি নেতা আসলাম চৌধুরী সম্প্রতি ভারতে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাবেক এক সদস্যের সঙ্গে একাধিক বৈঠক এবং বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করতে গোপন ষড়যন্ত্র করছেন মর্মে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।ইসরাইলি একটি অনলাইনে দেশটির প্রভাবশালী নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবি ও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে।তবে আসলাম চৌধুরী পক্ষ থেকে সরকার উচ্ছেদের ষড়যন্ত্রের কথা অস্বীকার করে বলা হয়েছে সাফাদির সঙ্গে ব্যক্তিগত পরিচয় এবং চা চক্রে যোগদান করেছেন তিনি।আসলাম চৌধুরী বলেন, ভারতে ওদের নিজস্ব বৈঠক ছিল, সরকার উৎখাতের  নয়। দিল্লিতে ট্যুরিস্টবাসে চলার সময় শিপন বাবুর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পরে আমরা লোটাস টেম্পলে তাদের সাথে একটি ছবিও তুলি। তারপর আমি আগ্রা চলে যাই।আগ্রা থেকে ফেরার পথে ওরা একটি চা চক্রের আয়োজন করে। আমি কৌতুহল বসত সেখানে দর্শক হিসেবে যাই। ওখানকার মেয়রের সাথে মেন্দি এন সাফাদির সাথে বৈঠক হয়। এতে আমার সাথে কোন সম্পৃক্ততা ছিলো না। তিনি বলেন, আমি গেছি ব্যবসায়িক কাজে। মোসাদ সম্পর্কে জানতাম না, এখন লেখালেখির পর জানতে পারি মেন্দি এন সাফাদি ইসলাইলি গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য।জীবন মুছা/এমএমজেড/আরআইপি

Advertisement