খেলাধুলা

গতবার অবশ্যই একটু বেশি চাপে ছিলাম: তামিম

ভক্তরা যতই আশার প্রহর গোনেন না কেন, কথাবার্তায় পরিষ্কার-তামিম ইকবাল সম্ভবত আর জাতীয় দলে ফিরছেন না। ফেরার কোনো ইচ্ছে নেই দেশসেরা ওপেনারের। তবে এবারের বিপিএল নিয়ে তামিম খুব সিরিয়াস এবং ভালো খেলতে মুখিয়েই আছেন। মাঝে ৭-৮ মাস ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন। তাই ন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শুরু থেকে ভালো খেলা ছিল বেশ কঠিন। সেটা নিজ মুখেই স্বীকার করলেন তামিম।

Advertisement

দেশসেরা ওপেনার বলেন, ‘৬-৭ মাস পর একটা ম্যাচে খেলা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে আমি ভাগ্যবান ছিলাম যে দ্বিতীয় ম্যাচেই কিছু রান করতে পেরেছি, আত্মবিশ্বাসটাও ফিরে পাই। এই মুহূর্তে মানসিকভাবে ভালো জায়গায় আছি, ব্যাটিংও কম-বেশি ভালো হচ্ছে। কাল (রোববার দুর্বার রাজশাহীর বিপক্ষে) যখন শুরু করবো, আশা করি ভালোভাবে শুরু করবো।’ কাগজে কলমে এবার তামিমের ফরচুন বরিশাল এক নম্বর দল। আগেরবারের টপ স্কোরার, ম্যান অব দ্য টুর্নামেন্ট তামিম। নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম, সবচেয়ে সিনিয়র ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলা মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাইম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন, রিপন মন্ডলের মত কার্যকর ক্রিকেটার আছেন তামিমের দলে। সাথে ৪ বিদেশি ডেভিড মালান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মায়ার্সসহ আরও জনাতিনেক পাকিস্তানি আছেন এবারের বরিশাল লাইনআপে।

এবারের দলকে কীভাবে দেখেন তামিম? নিজেদের এক নম্বর দল মনে করেন? প্রশ্ন করা হলে গলার স্বর নামিয়ে তামিম বলেন, ‘১-২ বলতেই পারেন! আমরা যেভাবে দল সাজিয়েছি, আমার কাছে মনে হয় যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচের পর। তখন খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। সেটা সব দলের জন্যই, আমার দলের জন্য অন্য দলের জন্যও। ওই সময় যারা ওই গ্যাপটা ভালোভাবে ফিল করতে পারবে, তারা এগিয়ে থাকবে।’ শিরোপা জেতা নাকি ডিফেন্ড করা বেশি চাপের? তামিমের উত্তর, ‘গতবার অবশ্যই একটু বেশি চাপে ছিলাম। কারণ, আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়া থেকে। ওটার চাপটা অন্যরকম ছিলো।’

গতবারের বরিশালের তুলনা করে তামিম বলেন, ‘কাগজে-কলমে আমরা গতবার হয়তো তৃতীয় শক্তিশালী দল ছিলাম। আমাদের যদি কুমিল্লা বা রংপুরের সঙ্গে তুলনা করা হয়, তারা আমাদের থেকে ভালো দল ছিল। সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হই।’ তামিমের ব্যাখ্যা, বড় নামের ক্রিকেটার না থাকলেও এ বছরও কয়েকটা দল আছে, যারা বেশ ভারসাম্যপূর্ণ দল। তার ভাষায়, ‘খেলা শুরুর পর বিশেষ করে প্রথম রাউন্ড শেষে বোঝা যাবে, কার শক্তি কতটুকু বা কোন দল কোন জায়গায় আছে। একটা জিনিস কী...আপনি দুনিয়ার সেরা দল বানিয়েও চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন এমন একটা জিনিস, যেটা উপর থেকে আসে, কপালেও থাকতে হয়। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওখানে পৌঁছানোর। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট এন্সার দিবো না। আমাদের শিরোপা জিততে হবে, এটাই।’

Advertisement

টিম কম্বিনেশন নিয়ে ঘুম হারাম হচ্ছে কিনা? তামিমের সোজাসাপ্টা উত্তর, ‘আমি জানি, কাল কারা খেলবে। তো ঘুম না হওয়ার কারণ নেই! শান্ত আমার সঙ্গেই ওপেন করছে, চিন্তা নেই।’

এআরবি/এমএমআর/জিকেএস