দেশজুড়ে

জনগণের সুখ-দুঃখে পাশে থাকে বিএনপি: প্রিন্স

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মানবতাবাদী দল। সরকার বা বিরোধী দল—যে অবস্থানেই থাকুক না কেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকে বিএনপি।

Advertisement

তিনি আরও বলেন, কথামালার রাজনীতি নয়, বিএনপি বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণকালে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দেশের দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিন।

Advertisement

এসময় বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, আবুল হাশেম, আবুল কাশেম ডলার, আবদুল ওয়াহেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জিকেএস