দেশজুড়ে

রাজনীতি ঢুকিয়ে শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, শেখ হাসিনা ১৬ বছরে দেশের সবগুলো প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে ধ্বংস করে দিয়েছেন। গ্রামগঞ্জে মানুষের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিয়েছে। পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে। ভাইয়ে-ভাইয়ে রাজনীতি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করেছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের আগেও আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থেকেছি। একান্নবর্তী পরিবারে থেকেছি।

Advertisement

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে পথসভায় এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল, সদস্যসচিব এম এ হাসান ও ছাত্রদলের সভাপতি মোবাশ্বির আহমেদ মজনু প্রমুখ।

 সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

Advertisement