বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
Advertisement
তিনি বলেন, এটিকে আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। যারা এটিকে সাপোর্ট করছেন তারা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন।
রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লব ঘোষণার সঙ্গে সরকারের সম্পৃক্ততার ব্যাপারে জানতে চাইলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জুলাই বিপ্লবের ঘোষণা যারা দেবেন তারাই আসলে বলতে পারবেন তারা কি ঘোষণা দেবেন। এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়।
Advertisement
এমআইএইচএস/জিকেএস