জাতীয়

সত্যতা পেলে আসলামের বিরুদ্ধে ব্যবস্থা : মনিরুল ইসলাম

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মনিরুল ইসলাম বলেন, আমার জানা মতে তার বিরুদ্ধে ৩০-৩৫টি মামলা রয়েছে। এই মামলার কারণেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ষড়যন্ত্রের বিষয়টি আমরা তদন্ত করছি। যদি সত্যতা পাওয়া যায় তাহলে দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।বিএনপি নেতা আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির একটি বৈঠকের খবর সম্প্রতি একটি জাতীয় দৈনিক প্রকাশ করে। এরপরই আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে  অভিযোগ ওঠে, সরকার উৎখাতের ষড়যন্ত্রে ওই বৈঠক হয়েছিল।মনিরুল ইসলাম আরো বলেন, আগেও স্বরাষ্ট্রমন্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। এতদিন হয়ত আপনাদের বিশ্বাস হত না। তবে এ ঘটনাগুলোর পর গত সেপ্টেম্বর থেকে দায় স্বীকারের যে ‘কালচার’ শুরু হয়েছে, সে বিষয়টি মেলালে এবং গণমাধ্যমে যে তথ্য-প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো মেলালে যেটা আমরা বলেছি তার সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে।এদিকে রোববারে এক অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেছেন, ‘ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসদের সঙ্গে বৈঠক করার দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তাকে যখনই পাওয়া যাবে, তখনই গ্রেফতার করা হবে।’এআর/এনএফ/এবিএস

Advertisement