গাজায় একদিনে আরও কমপক্ষে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই অবরুদ্ধ উত্তর গাজার বাসিন্দা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা।
Advertisement
এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় অনেক রোগী এবং চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। দখলদার বাহিনীর হামলায় উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
উত্তর গাজায় প্রায় সব হাসপাতালের কার্যক্রমই বন্ধ রয়েছে। সর্বশেষ কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানোর কারণে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে।
Advertisement
তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেমে দুই দফা রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী বেইত হানুনের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ফের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগত বছরের ৮ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজার ৪৮৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ ৮ হাজার ৯০ জন।
টিটিএন
Advertisement