বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বেশ ঝকঝকে রহমতগঞ্জ। বিগ বাজেটের দলগুলোকে পেছনে ফেলে পুরনো ঢাকার ক্লাবটি পঞ্চম রাউন্ড শেষে টেবিলের দুইয়ে। শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।
Advertisement
গোল করেছেন ঘানার স্যামুয়েল বোয়েটেং দুটি, তাজউদ্দিন, নাবিব নেওয়াজ একটি করে। বাকি গোলটি ছিল ইয়ংমেন্সের আত্মঘাতি। ইয়ংমেন্সের গোলটি করেছেন উজবেকিস্তানের আকুবির তুয়ারেভ।
এ ম্যাচে দুর্দান্ত খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে এ মৌসুমে রহমতগঞ্জে নাম লেখানো তাজ উদ্দিন। গোল করিয়েছেন, করেছেন। ম্যাচের পর সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
তার পাস থেকেই ঘানার বোয়েটেং গোল করে কামাল বাবুর দলকে লিড এনে দিয়েছিলেন ২৫ মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি পায় ইয়ংমেন্স ক্লাব। উজবেকিস্তানের তুরায়েভ গোল করে সমতা ফিরিয়ে এনেছিলেন ম্যাচে।
Advertisement
দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ এক চেটিয়ে প্রধান্য নিয়ে খেলে চারটি গোল করে। ইয়ংমেন্সের সাব্বির হোসেন আত্মঘাতী গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। প্রথম গোলের যোগানদাতা তাজ উদ্দিন করেন দলের তৃতীয় গোল। এরপর নাবিব নেওয়াজ জীবন, স্যামুয়েল বোয়েটেং ও রাজন হাওলাদার গোল করলে ৬-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পুরনো ঢাকার ক্লাবটি।
পাঁচ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১২, যা আবাহনীর সমান। গোলে আবাহনীকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে রহমতগঞ্জ। তিনে আবাহনী।
আরআই/আইএইচএস/
Advertisement