জাতীয়

ডাকাতি করতে গিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’ গ্রেফতার

১৬ মামলার এজাহারভুক্ত আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেলকে (৩৩) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

Advertisement

তিনি জানান, শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সোহেল রানাকে গ্রেফতার করে থানার টহল পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চাকু, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লায়ার্স ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।

গ্রেফতার সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।

গ্রেফতার সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Advertisement

টিটি/এমআইএইচএস/জেআইএম