গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
Advertisement
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
আরও পড়ুন:
ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমিরের হাতে চুম্বনতিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল।
Advertisement
তিনি আরও বলেন, যেখানে আলেম-ওলামারা সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গাঁ জ্বলতো। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।
ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এ নেতা।
এনএস/এমআরএম/এমএস
Advertisement