নারায়ণগঞ্জ বন্দর কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার শুরু হয়েছে সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
Advertisement
বিশেষ অতিথি ছিলেন সহকারী কর কমিশনার জহিরুল ইসলাম খান ও মানিকগঞ্জ ঘিওর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান।
উদ্বোধনী ম্যাচে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার ৩-০ গোলে কান্দিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের আরবা ২টি ও কনক একটি গোল করেন।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী দলের আরবা। তাকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মর্তুজা শরিফুল ইসলাম। টুনামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করছে।
Advertisement
আরআই/এমএইচ/এএসএম