দেশজুড়ে

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক

দিনাজপুরের বিরামপুরে ডিএসবি পুলিশ পরিচয়ে বিভিন্ন কৌশলে অর্থ দাবির অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ শাহাবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বকুল হোসেনের বাড়িতে গিয়ে নিজেকে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন ওমর ফারুক। এসময় পরিবারের লোকজন পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি হুমকি দেন। একপর্যায়ে ওই বাড়িতে গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

Advertisement

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজে ভুয়া পুলিশ সদস্য বলে স্বীকার করেন ওমর ফারুক। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় বকুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, গ্রামের এক বাড়িতে ডিএসবি পুলিশ পরিচয়ে অর্থ দাবি করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মাহাবুর রহমান/এসআর/এমএস

Advertisement