জাগো জবস

জেনে নিন সহকারী জজ পদে পরীক্ষার নিয়মাবলী

আগামী ২০ মে দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (১০ম বিজেএস) ‘সহকারী জজ’ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তাই ভালো ভাবে প্রস্তুতি নিন এখনই। আর জেনে নিন পরীক্ষার যাবতীয় নিয়মাবলী।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়পদের নাম: সহকারী জজপদসংখ্যা: ১১৫ জনবেতন: ১৬,০০০ টাকা আবেদনকারী: ৮,৩০১ জন চূড়ান্ত প্রার্থী: ৭,৯৩০ জনকেন্দ্র সংখ্যা: ৩টি, ঢাকা পরীক্ষার সময়: বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্তপরীক্ষার ধরন: মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের ওপর প্রশ্ন করা হবে। সতর্কতা: এবারই প্রথম প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর: ন্যূনতম ৫০। প্রবেশপত্র: এরই মধ্যে প্রবেশপত্র প্রার্থীর নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রস্তুতি: বাংলা অংশের জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণের অধ্যায়গুলো পড়তে হবে। এ ছাড়া বিভিন্ন লেখকের নাম, উক্তি, জন্ম-মৃত্যু সালগুলো জানতে হবে। গণিতে ষষ্ঠ-দশম শ্রেণির বইগুলো বারবার চর্চা করতে হবে। ইংরেজির জন্য গ্রামারগুলো পড়তে হবে। বাংলাদেশ-আন্তর্জাতিক বিষয় ও দৈনন্দিন বিজ্ঞানের জন্য বাংলাদেশ অংশে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জলবায়ু, সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন জেলার আয়তন, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। আর আন্তর্জাতিক অংশের জন্য বিভিন্ন দেশের মুদ্রা, দিবস, পুরস্কার ও সম্মাননা, সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন পাওয়া যাবে। অন্যান্য: এ ছাড়া বাজারে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রকাশনীর বই ও দৈনিক পত্রিকাগুলো পড়তে হবে। আর বিগত বছরের প্রশ্নগুলো বারবার চর্চা করতে হবে। আইন অংশের জন্য সম্মান শ্রেণির আইন-সম্পর্কিত বইগুলো পড়তে হবে।এসইউ/আরআইপি

Advertisement