কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর দেবপাহাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড়ের একটি ভবনে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।
সাবেক রাষ্ট্রদূত এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের মেয়ে নাজনীন সরওয়ার কাবেরী সর্বশেষ কক্সবাজার–৩ আসন এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার–৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন।
Advertisement
আরও পড়ুন
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতারনগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাজনীন সরওয়ার কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কক্সবাজারে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ আগস্টের সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এমডিআইএইচ/এসআইটি/এমএস
Advertisement