খেলাধুলা

স্মিথ ১৪০, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রানপাহাড়

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩১১ রান। স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন কেবল স্টিভ স্মিথ। সেই স্মিথই লোয়ার অর্ডারদের নিয়ে খেললেন ১৪০ রানের চোখ ধাঁধানো ইনিংস।

Advertisement

১৯৭ বলে ১৩ বাউন্ডারি আর ৩ ছক্কায় এই ইনিংস সাজান স্মিথ। বোল্ড হন আকাশ দিপের বলে। এটি স্মিথের ৩৪তম টেস্ট সেঞ্চুরি।

এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স করেন ৪৯। সপ্তম উইকেটে স্মিথকে নিয়ে তিনি গড়েন ১১২ রানের জুটি।

১২২.৪ ওভার খেলে ৪৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ভারত।

Advertisement

অধিনায়ক রোহিত শর্মা আরও একবার ব্যর্থ। কামিন্সের শিকার হন ৩ করে। ২৪ করা লোকেশ রাহুলকেও বোল্ড করেন কামিন্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।

এমএমআর/জিকেএস