জাতীয়

সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

সাবেক মুখ্যসচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Advertisement

তিনি বলেন, পিরোজপুরের একটি অর্থ লুটপাটের সঙ্গে তার (তোফাজ্জল হোসেনের) সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটি জেলায়, পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো, সেখানকার প্রকল্প পরিচালকসহ অন্যদের বিরুদ্ধে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ অর্থ লুটপাটের সঙ্গে সাবেক মুখ্যসচিব তোফাজ্জল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

Advertisement

এই উপদেষ্টা আরও বলেন, তদন্ত এখনো চলছে। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত যে ফাইলগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অর্থ লোপাটের ঘটনাটি পিরোজপুরে হয়েছে, তাই সেখানে ফাইল সংরক্ষিত রয়েছে। সেখান থেকে আমরা তা সংগ্রহ করতে পারবো। তদন্ত কর্মকর্তারা এখনো পিরোজপুরে রয়েছেন বলে তিনি জানান।

এমইউ/ইএ