রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনির এক বাসা থেকে সীমা আক্তার (২৩) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাসাবো ওহাব কলোনির এক ভবনের পাঁচতলার এক ফ্ল্যাটের দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুনচট্টগ্রামে বিমানের বোয়িং উড়োজাহাজ জব্দলিটারে ২১ টাকাই যাচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোর পকেটেতিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি বেশ কয়েকদিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই রুম ভাড়া নেন দুজন। তবে কয়েকদিন ধরে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
নিহত সীমা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সেকেন্দার আলীর কন্যা।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম