জাগো জবস

৪৭ জনকে নিয়োগ দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) ০৩টি পদে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

পদের নাম: কমপ্লেইন সুপারভাইজারপদসংখ্যা: ১২ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে গ্রাহকসেবা/সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: মূল বেতন ২৭,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা এবং মাসে ৩,৫০০ টাকা যাতায়াত ভাতা।

পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ১৫ জনশিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার।বেতন: মূল বেতন ২৪,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা।

Advertisement

পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্টপদসংখ্যা: ২০ জনশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা সমমান। তবে পাওয়ার টেকনোলজি/ইলেকট্রিক্যাল টেকনোলজি/মেকানিক্যাল টেকনোলজি বিভাগে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: মূল বেতন ২৫,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা।

আরও পড়ুন ৬৫৮ জনকে নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৫৬১ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, এসএসসি পাসেও আবেদন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে এসএসসি পাস

অন্যান্য সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিকপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। ডিপিডিসির বিভাগীয় কর্মীদের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

Advertisement

আবেদনের নিয়ম: আগ্রহীরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আরও পড়ুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮ জনের নিয়োগ, আবেদন ফি ৩০০ টাকা ৩০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয় ৪২ জনকে নিয়োগ দেবে বিটাক, এসএসসি পাসেও আবেদন

আবেদন ফি: প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নির্দেশনা মেনে প্রতিটি পদের জন্য ১,০০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৬ ডিসেম্বর ২০২৪

এমআইএইচ